Previous
Next

সর্বশেষ

Sunday, April 23, 2023

আশ্রয়ণের অসহায় পরিবারগুলোর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ইউএনও পরিমল কুমার

আশ্রয়ণের অসহায় পরিবারগুলোর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ইউএনও পরিমল কুমার

 


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-শনিবার ২২এপ্রিল মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর আর দিনে আনন্দকে ভাগাভাগি করে নিতে আশ্রয়ণ প্রকল্পের অসহায় পরিবার গুলোর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।

সকালে ঈদের নামাজ আদায় করে সবাই যখন ঈদ উদযাপনে ব্যস্ত তখন ইউএনও পরিমল কুমার সরকার সবার অজান্তেই ছুটে যান বিরামপুরের নম্বর খানপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পগুলোতে।

ঈদের দিনে  ইউএনও কে দেখে আশ্রয়ণে বসবাসকারী উপকার ভোগী মানুষগুলো আনন্দে আবেগাপ্লুত হয়ে পরেন। তিনি সবার সাথে কুশল বিনিময় এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি সবাইকে মিষ্টিমুখ করান এবং শিশুদের হাতে হাতে ঈদের সালামি উপহার দেন। আনন্দঘন দিনে বিরামপুরের খানপুর ইউনিয়নের প্রত্যেকটি আশ্রয়ণের চিত্র যেন এক মিলন মেলায় রূপ নিয়েছিলো।

প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাপরিমল কুমার সরকার আজকের পএিককে বলেন,  জেলা প্রশাসক, দিনাজপুরের নির্দেশে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগী পরিবার গুলোর সাথে আজ ঈদ শুভেচ্ছা বিনিময় করেছি। এছাড়াও এখানে বসবাসকারী মানুষগুলোর যেকোনো সুবিধা-অসুবিধায় সার্বক্ষনিক আমরা সচেষ্ট রয়েছি।

ছবি ক্যাপশন-আশ্রয়ণের প্রকল্পের অসহায় পরিবারগুলোর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন- ইউএনও পরিমল কুমার

 

  না ফেরার দেশে ভাই, হাসপাতালে চিকিৎসাধীন বোন

না ফেরার দেশে ভাই, হাসপাতালে চিকিৎসাধীন বোন


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-ঈদের দিনে ছোট বোনকে মোটরসাইকেলে বসিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ আশুড়ার বিলে কাঠের সেতু দেখতে যাচ্ছিল বড় ভাই মাসুদ রানা (২১)। পথে গরিবপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যটারি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মাসুদ।

 এঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। শনিবার (২২এপ্রিল) দুপুর ১২টার দিকে ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে।

আহত মোঃ সাহেদ হোসেন (২০),জিন্নাত রহমান বিথি (১৩) এবং মনিরা আক্তার (১৫)। তারা সবাই একই এলাকার বাসিন্দা। আহতদের বরাত দিয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত আজকের পএিককে বলেন, দুপুরে একই মোটরসাইকেল চারজন আরোহী নিয়ে নবাবগঞ্জ উপজেলার আশুড়ার বিলে কাঠের সেতু দেখতে যাচ্ছিলেন তারা।

পথে গরিবপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলর চালকের মৃত্যু হয়।

এদিকে, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতব্যরত চিকিৎসক শাহরিয়ার পারভেজ সজল। বলেন,সড়ক দুর্ঘটনায় নিহতের বুকে আঘাতের কারণে মৃত্যু হয়েছে। এছাড়াও সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ৯জন রোগী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিরামপুরে ১০গ্রামের মানুষের ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিরামপুরে ১০গ্রামের মানুষের ঈদ উদযাপন

 


সৌদি
আরবের সঙ্গে মিল রেখে বিরামপুরে ১০গ্রামের মানুষের ঈদ উদযাপন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দুইটি ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের বেশ কিছু মুসল্লি ঈদুর ফিতরের নামাজ আদায় করেছেন। দুই জামাতে পুরুষ মুসল্লির পাশাপাশি নারী মুসল্লিরাও নামাজ আদায় করেন।

বিশৃঙ্খলা এড়াতে বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয় নিরাপত্তার ব্যবস্থা। শুক্রবার ২১এপ্রিল সকাল সাড়ে ৮টায় উপজেলার জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর গ্রামের মেহেদী হাসান সুমনের বাড়ির সামনে এবং একই সময় আয়ড়া মাদরাসা মাঠে ঈদের জামাত দুটি অনুষ্ঠিত হয়। দুই জামাতে ১০গ্রামের ১৪০ মুসল্লি নামাজ আদায় করেন।

খয়েরবাড়ি জামে মসজিদে মো. দেলোয়ার হোসেন কাজী এবং আয়ড়া মাদরাসা মাঠের আল-আমিন জামাতের ইমামতি করেন।

উপজেলার আয়ড়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, সময় হওয়ার আগেই দূর-দূরান্তের গ্রামগুলো থেকে কেউ ভ্যানে আবার কেউ সাইকেল বা মোটরসাইকেলে একত্রিত হচ্ছে।

বিশৃঙ্খলা এড়াতে বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয় নিরাপত্তার ব্যবস্থা। নির্ধারিত সময় সকাল সাড়ে আটটায় ওই এলাকার মাদ্রসা মাঠে আল আমিনের ইমামতিতে নামাজ শুরু হয়।

সৌদি আরবের সঙ্গে ঈদ উদযাপন করার বিষয়ে জানতে চাইলে খয়ের বাড়ি জামাতের ইমাম মো. দোলোয়ার হোসেন কাজি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। এই তিন ঘণ্টার ব্যবধানে দিনের পরিবর্তন হয় না। তাই এই নামাজ আদায় করা।

ঈমাম দেলোয়র হোসেন বলেন, ১৯৯৭ সাল থেকে এভাবে নামাজ আদায়ের পরিকল্পনা থাকলেও ২০১৩ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ আদায় করছি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমনকুমার মহন্ত আজকের পএিকাকে বলেন, বিরামপুর উপজেলায় জোতবানি এবং বিনাইল দুটি ইউনিয়নে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে যেকোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুইটি জামায়াতের ১৪০জন মুসল্লি অংশ গ্রহণ করেন।