Wednesday, January 4, 2023

সমাজসেবা দিবসে দোকান ঘর ও হুইল বিতরণ করলেন- এমপি শিবলী সাদিক

 বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-বিরামপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অসহায় দরিদ্রদের পুনর্বাসনের লক্ষ্যে দোকান ঘর প্রতিবন্ধী বৃদ্ধ এবং শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন দিনাজপুর - আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।



২জানুয়ারি সোমবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিউর ইসলামের তত্বাবধানে নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি শিবলী সাদিক এমপি অসহায়দের মাঝে এসব বিতরণ করেন।

এসময় পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপাপ্ত) অদৈত্য কুমার অপু  থানার ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেস কুমার কুন্ড, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক রিপন মানিক চৌধুরীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে অসহায় দরিদ্রদের পুনর্বাসনের লক্ষ্যে দোকান ঘর ৩টি প্রতিবন্ধী বৃদ্ধ এবং শিশুদের মাঝে ৮টি হুইল চেয়ার বিতরণ করা হয়।


শেয়ার করুন